Thursday, October 6, 2016

মিরপুর স্টেডিয়ামে সেনাবাহিনীর মহড়া



রাজধানীর গুলশানে স্প্যানিশ রেস্তোরাঁ হলি আর্টিজান বেকারিতে হামলার ঘটনায় বাংলাদেশ সফরের নিরাপত্তা নিয়ে দ্বিধায় ছিল ইংল্যান্ড ক্রিকেট দল! সে সময় তাদের বাংলাদেশ সফর নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। শেষ পর্যন্ত সব শঙ্কা কেটে গেছে। নির্ধারিত সময়েই বাংলাদেশে পা রেখেছেন ইংলিশ ক্রিকেটাররা।
বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের আগের মূল আলোচ্য বিষয় ছিল নিরাপত্তা ইস্যু। সফরকারী ইংল্যান্ডকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার আশ্বাস দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তারই অংশ হিসেবে বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হয়ে গেল সেনাবাহিনীর আধাঘণ্টার একটি মহড়া।
বেলা ১১টা থেকে শুরু হয়ে সাড়ে ১১টা পর্যন্ত চলে এই মহড়া। এই মহড়ায় দেখা যায়, স্টেডিয়ামে হঠাৎ বোমার বিস্ফোরণ। কিছুক্ষণের মধ্যে খেলোয়াড়দের জিম্মি করা হয়। খেলোয়াড়দের উদ্ধারে জরুরি ভিত্তিতে মাঠে সেনাবাহিনী চলে আসে। কিছুক্ষণ চলে গোলাগুলি চলে। জিম্মিদশা থেকে খেলোয়াড়দের উদ্ধার করে হেলিকপ্টারে করে দ্রুত নিয়ে যাওয়া হয়।
ইংল্যান্ডের বিপক্ষে এই সিরিজে কোনো নাশকতা হলে তা কীভাবে মোকাবিলা করা হবে, সে উদ্দেশ্যেই এই মহড়া। এই সিরিজে বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কাজ করবে সেনাবাহিনী।
এ ব্যাপারে ১ প্যারা-কমান্ডো ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এম এম ইমরুল হাসান সাংবাদিকদের বলেন, 'বাংলাদেশ সেনাবাহিনীকে কোনো দায়িত্ব দেওয়া হলে সেটা আমরা সফলভাবে পালন করার জন্য সব সময় প্রস্তুত থাকি। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ-ইংল্যান্ড ক্রিকেট সিরিজের নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ সেনাবাহিনীর একমাত্র বিশেষায়িত ফোর্স ১ প্যারা-কমান্ডো ব্যাটালিয়ন, বাংলাদেশ আর্মি এভিয়েশন, বাংলাদেশ বিমানবাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সমন্বয়ে আমরা কাজ করব।'
আগামীকাল শুক্রবার ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরু হবে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হবে সিরিজের প্রথম ওয়ানডে। একই মাঠে ৯ অক্টোবর হবে দ্বিতীয় ওয়ানডে।
১২ অক্টোবর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে। ২০ থেকে ২৪ অক্টোবর এই মাঠেই হবে সিরিজের প্রথম টেস্ট।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট হবে ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর।

No comments:

Post a Comment