Thursday, October 6, 2016

‘পাকিস্তান থেকে ভারতে হামলার প্রস্তুতি নিচ্ছে ১০০ সন্ত্রাসী’

পাকিস্তান ভূখণ্ড থেকে প্রায় ১০০ সন্ত্রাসী নিয়ন্ত্রণ রেখা (এলওসি) অতিক্রম এবং ভারতে হামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।
আজ বুধবার ভারতের পার্লামেন্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে অনুষ্ঠিত নিরাপত্তাবিষয়ক মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ তথ্য জানানো হয়েছে।
বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের এ-সংক্রান্ত একটি প্রতিবেদন উপস্থাপন করা হয়।
গোয়েন্দা সংস্থার কাছ থেকে সংগ্রহ করা এই তথ্যের ব্যাপারে এনএসএ প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে বিস্তারিত জানিয়েছে। গত সপ্তাহে পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মীরে সন্ত্রাসীদের সাতটি হামলার মঞ্চের (লঞ্চ প্যাড) আঘাতের পর আজ সকালে মন্ত্রিসভা কমিটির দ্বিতীয় বৈঠক হলো।  বৈঠকে এই প্রতিবেদনকে অগ্রাধিকার দেওয়া হয়।
স্বরাষ্ট্র, পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রীদের এ কমিটি জানায়, ভারতের হামলার পর পাকিস্তানের পদাতিক বাহিনী জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণরেখার কাছের রকেট উৎক্ষেপণ মঞ্চগুলো রক্ষায় পাহারা দিচ্ছে। এখানে প্রায় এক ডজন হামলার মঞ্চের অবস্থান শনাক্ত করা সম্ভব হয়েছে।
গত সপ্তাহে সেনাবাহিনী বলেছে, গত বুধবার নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে পাকিস্তানে ভারতের সার্জিক্যাল স্ট্রাইকে উল্লেখযোগ্য সংখ্যক জঙ্গি নিহত হয়। গত মাসে উরি সেনাঘাঁটিতে হামলায় ১৯ সৈন্য নিহত হওয়ার প্রতিশোধ হিসেবে সন্ত্রাসীদের ঘাঁটি লক্ষ্য করে ভারত এই হামলা চালায়।

পাকিস্তান বলছে, সার্জিক্যাল স্ট্রাইক কখনোই চালানো হয়নি। ভারতের বিরোধী দল কংগ্রেসের নেতারা এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন, সরকারকে সার্জিক্যাল হামলার প্রমাণ দিতে হবে। সামরিক সূত্রগুলো নিশ্চিত করেছে, ড্রোন থেকে সার্জিক্যাল স্ট্রাইকের ধারণ করা দৃশ্যের ফুটেজ গত সপ্তাহে প্রধানমন্ত্রী মোদিকে দেওয়া হয়েছে।
গোয়েন্দা সংস্থা ও সামরিক বাহিনী উদ্বেগ প্রকাশ করেছে যে, শীতকালে ভারতে প্রবেশ পথ বরফে ঢাকা পড়বে। এ সময়  নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে নতুন হামলা চালাতে এবং কাশ্মীর উপত্যকায় সহিংসতাকে পুনরায় উস্কে দিতে বেশ সংখ্যক সন্ত্রাসীকে পাঠানোর চেষ্টা করবে পাকিস্তান।

No comments:

Post a Comment