Monday, October 3, 2016

ভারতীয় সেনা ক্যাম্পে আবার হামলা, নিহত ৩

ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের সেনা ক্যাম্পে আবার হামলা হয়েছে। রোববার রাতে অন্তত ছয় সন্ত্রাসী ওই হামলা চালায়। এতে অন্তত একজন বিএসএস সৈনিক নিহত এবং অপর একজন আহত হয়। গুলিবিনিময়ের সময় দুই হামলাকারী নিহত হয়েছে বলে খবর পাওয়া গেলেও তা নিশ্চিত হওয়া যায়নি বলে হিন্দুস্তান টাইমস জানিয়েছে।
দুই সপ্তাহ আগে একই ধরনের হামলায় ছয় সৈনিক নিহত হয়েছিল। এর জের ধরে ভারত ও পাকিস্তানের মধ্যে ভয়াবহ উত্তেজনা বিরাজ করছে।
রোববার রাতে বারামুল্লা নগরীর জানবাজপুরায় ৪৬ রাষ্ট্রীয় রাইফেলস ক্যাম্পে হামলা হয়। রাত সাড়ে ১০টার দিকে এই হামলা হয়। উভয় পক্ষের মধ্যে ব্যাপক গুলিবিনিময় হয়।
হামলাকারীরা সেনা ক্যাম্পে প্রবেশের চেষ্টা চালিয়েছিল। তবে তাদের গতিরোধ করা হয়। তাদের আটকের জন্য ব্যাপক চেষ্টা চলছে।

No comments:

Post a Comment