Sunday, April 24, 2016

ট্রাফিক মন্সুন - এ রেজিস্ট্রেশন করার ধাপ

ধাপ ১ - ট্রাফিক মন্সুন এ রেজিস্ট্রেশনঃএখানে ক্লিক করুন।
ওয়েবসাইট লিংকঃhttps://trafficmonsoon.com/?ref=Tipucpi420
ওয়েবসাইট এ যাওয়ার পর এ ক্লিক করুন।  
 আপনি রেজিস্ট্রেশন পেইজ এ চলে আসলেন। 
আপনার এনরোলার এর নামঃ Sk Ashikuzzaman
 পার্সোনাল ইনফর্মেশনঃ
 ভোটার আইডি কার্ড অনুযায়ী দিবেন

 ভোটার আইডি অনুযায়ী--
নিজের জিমেইল--

Address : ভোটার আইডি কার্ড অনুযায়ী দিবেন
অ্যাকাউন্ট ইনফর্মেশনঃ
৬- আপনার ইউজার নেইম (ইংরেজি ছোট হাতের অক্ষর এবং সংখ্যা। কোন ডলার, হ্যাসট্যাগ ব্যাবহার করবেন না) 
 ৭- টাকা তোলার কোড (৪ টি সংখ্যা এবং ১ টি ইংরেজি ছোট হাতের অক্ষর) 
 ৮- একই কোড টি আবার টাইপ করুন। 
 ৯- একটি পাসওয়ার্ড দিন (শুধুমাত্র ইংরেজি ছোট হাতের অক্ষর এবং সংখ্যা। ৪ টি সংখ্যা এবং ৪ টি ইংরেজি ছোট হাতের অক্ষর।) 
 ১০- একই পাসওয়ার্ড টি আবার টাইপ করুন।

 পেমেন্ট ইনফর্মেশনঃ
যেকোনো একটি দিবেন। চেষ্টা করবেন শুধু পেজা দিয়ে। পেজা অ্যাকাউন্ট না থাকলে এখানে ক্লিক করুন এবং অ্যাকাউন্ট করুন।
 পেজা না থাকে তাহলে যে ইমেল দিয়ে একাউন্ট খুলছেন সেই ইমেল দেন
পরে অই ইমেল দিয়ে পেজা  খুলে নিবেন



Security Questions

এটা সবথেকে প্রয়োজনিও 
তিনটা Questions একই দিবেন এবং মনে রাখবেন লগইন করার সময় এইটা দিতে হবে

কোম্পানি টার্মস এবং কন্ডিশনস
 বক্স টায় ক্লিক করুন। দেখবেন একটা টিক মার্ক আসবে।
১৪-
 ১৫- গোল করা জায়গায় যা লিখা থাকবে তা টাইপ করুন। এটাকে ক্যাপচা বলে।
 ১৬- এবং ফাইনালী প্রসিড ক্লিক করুন
 




  
 ধাপ ২ - ইমেইল এক্টিভেশনঃ এ ক্ষেত্রে আপনি ধাপ ১ এর ৪ এ দেয়া ইমেইল এড্রেস এ একটি এক্টিভেশন ইমেইল পাবেন।
 ইমেইল সাবজেক্ট হবেঃ From Trafficmonsoon: Verification email কিছুটা এই রকম...
 ইমেইল টি ওপেন করলে এই রকম একটি ইমেইল দেখতে পারবেন। এক্টিভেশন লিংক টি তে ক্লিক করবেন।
 (মনে রাখবেন ইমেইল টি সেইভ করে রাখবেন।)
 এক্টিভেশন লিংক টি তে ক্লিক করলে নীচের পেইজটির মত পেইজ আসবে।  






No comments:

Post a Comment