এশিয়া কাপ ফাইনালে অনিশ্চিত সাকিব
.
.
এশিয়ার ক্রিকেটের সবথেকে মর্যাদাপূর্ন মহা আসরের মহা ফাইনালের বাকি ২৪ ঘন্টার কিছু সময় বেশি মাত্র। আর এই অল্প সময় বাকি থাকতেই একটি বড়সর ধাক্কা খেলো মাশরাফি বাহিনী।
.
.
এশিয়ার ক্রিকেটের সবথেকে মর্যাদাপূর্ন মহা আসরের মহা ফাইনালের বাকি ২৪ ঘন্টার কিছু সময় বেশি মাত্র। আর এই অল্প সময় বাকি থাকতেই একটি বড়সর ধাক্কা খেলো মাশরাফি বাহিনী।
বাংলাদেশ দলের প্রধান অস্ত্র, মাশরাফির অন্যতম ভরসা সাকিব আল হাসানকে নিয়েই এই অনিশ্চয়তায় টিম বাংলাদেশ।
এশিয়া কাপের আগামীকালের (রবিবার) ফাইনালকে সামনে রেখে আজ মিরপুরের জাতীয় স্টেডিয়ামে অনুষীলনে নামে বাংলাদেশ দল। আর অনুশীলন করতে গিয়েই বাধে বিপত্তি।
অনুশীলনের এক পর্যায়ে কুঁচকিতে চোট পান সাকিব। আর চোট পাবার সাথে সাথেই ব্যাথায় কুঁকিয়ে উঠতে দেখা যায় সাকিবকে। কিছুক্ষনের জন্য অনুশীলন বন্ধও রাখেন তিনি।
তবে বেশ কিছুক্ষণ বিশ্রামের পর পুনরায় অনুশীলন করতে শুরু করেন সাকিব। তবে এবারে সাকিবকে নিয়ে বেশ সাবধানতা অবলম্বন করতে দেখা যায় দলের ফিজিওকে।
তবে অনুশীলন শেষে সাকিব আগামীকালের বিগ ফাইনালে মাঠে নামতে পারবেন কি না, এই
- See more at: http://adf.ly/1XssHe
No comments:
Post a Comment